Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

বিয়ে বাড়িতে অতিথি সেজে চুরি করতে গিয়ে ৬ নারী গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ভয়েস ৯,ঢাকাঃ কখনো বিয়ে বাড়িতে অতিথি সেজে, আবার কখনো বাসে যাত্রী সেজে চুরি করতেন তারা। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামে থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কোহিনুর বেগম(৩০), রিনা বেগম (৩২), রুনা বেগম (২৫), রোজিনা বেগম (৩০), জুয়েনা বেগম (২৫) ও আকলিমা বেগম (২৮)। 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ৯টি শাঁখা (বালা) জব্দ করা হয়। এগুলো তারা বিভিন্ন সময় চুরি করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। 
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা নিজ এলাকা থেকে এসে বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়া বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বিক্রি করতেন। এর আড়ালে বিয়ে, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন যানবাহনে যাত্রী সেজে উঠে মহিলা যাত্রীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালঙ্কার চুরি করে সটকে যেতেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad