Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

রাশিয়ার অবৈধ নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ২০

© Russian Emergencies Ministry/TASS 
ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ রাশিয়ার কেমেরোভো, পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের একটি অবৈধ নার্সিং হোমে অগ্নিকাণ্ডে মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। স্থানীয় সময় গতকাল গভীর রাতে আগুন লাগে, জানা গেছে, কেমেরোভোর একটি বেসরকারি নার্সিংহোমের দোতলা কাঠের বহুতলে এই আগুন লাগে। খুব দ্রুত এই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ওপর কাজ চালিয়ে যাচ্ছেন। বেসরকারী মতে মৃতের সংখ্যা ২০ দাবি করা হলেও, এখন পর্যন্ত রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নার্সিং হোমের কোনো বৈধ ছাড়পত্র ছিল না। প্রতিষ্ঠানটি অবৈধ। কুজবাসের গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, "এ ধরনের সব প্রতিষ্ঠান, প্রধানত বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। তিনি বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করব, মূলত বেসরকারি প্রতিষ্ঠান। পরিদর্শনগুলি এক সপ্তাহের মধ্যে শেষ করা হবে।" 
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অপারেশনের জন্য যন্ত্রপাতি গরম করার কোনো মেশিন থেকেই অগ্নিকান্ডের সূচনা। অন্যদিকে, গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর অভিযোগে ওই  নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।"

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad