কেরালার কুমিলিতে ভ্যান উল্টে ৮ জন শবরীমালা তীর্থযাত্রীর মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল রাতে কেরল-তামিলনাড়ু সীমান্তের কাছে কুমিলিতে ভ্যান উল্টে গেলে শবরীমালার আট জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন এক শিশু-সহ আরও দু'জন। ওই ভ্যানে মোট ১০ জন তীর্থযাত্রী ছিলেন। তারা শবরীমালার মন্দির থেকে একটি ভ্যানে করে ফিরছিলেন বলে জানা গেছে। 
 কুমিলি-কুম্বাম রুটে তামিলনাড়ুতে জল নিয়ে যাওয়ার প্রথম পেনস্টক পাইপের কাছে এই ঘটনাটি ঘটেছে। ভ্যানটি পাইপের উপর উল্টে রাস্তা থেকে প্রায় ৪০ ফুট দূরে একটি খাদে পড়ে যায়। জানা গেছে, ১০ জন তীর্থযাত্রীকে বহনকারী ভ্যানটির চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে সেটি উল্টে যায়। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তীর্থযাত্রীরা তামিলনাড়ুর থেনি জেলার আন্দিপেট্টি এলাকার বাসিন্দা ছিলেন। সাত বছরের এক শিশু সহ আরও দু'জনকে একাধিক আঘাতপ্রাপ্ত অবস্থায় থেনি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
 পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। থেনি ও কেরালা রাজ্য থেকে পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ছুটে যান।
 থেনি জেলার ফায়ার অফিসাররা জানিয়েছেন যে খাদ থেকে দেহাবশেষগুলি তুলতে তাদের খুব বেগ পেতে হয়। হেভি ডিউটি ক্রেন, উদ্ধারকারী এবং উপকরণ একত্রিত করার পরে, মধ্যরাতের দিকে উদ্ধার কাজ শুরু হয় এবং প্রায় তিন ঘন্টা ধরে এই উদ্ধারকার্য চলে। পুলিশ জানিয়েছে, থেনি জেলার আন্দিপট্টির কাছে শানমুগাসুন্দরাপুরম গ্রামের ১০ জন লোক দুদিন আগে শবরীমালার উদ্দেশ্যে রওনা হয়েছিল। 
 আন্দিপট্টির বাসিন্দা মৃতদের নাম: এস শিবকুমার (৪৫), এস বিনোদ (৪৩), আর নাগরাজ (৪৬), এ গোপালকৃষ্ণন (৪২), এন কানিচামি (৬০), এম কালাইচেলভান (৩৮), পি দেবদাস (৫৫) এবং পি মুনিয়ান্দি (৫৫)। আহত এন রাজা (৫০) এবং আর হরিহরন (৭) নামে দুই জনকে থেনি জিএমসিএইচ-এ ভর্তি করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad