Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

'বাঙালিদের নিয়ে মন্তব্যের জেরে পরেশ রাওয়ালকে তলব করল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোকসভার সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়ালকে বাঙালিদের সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্যের জন্য কলকাতা পুলিশ তলব করেছে কলকাতা পুলিশের এক আধিকারিক আজ এ খবর জানান।  
 আগামী ১২ ডিসেম্বর মধ্য কলকাতার তালতলা থানায় তদন্তকারী অফিসারের সামনে পরেশ রাওয়ালকে হাজিরা দিতে বলেছে কলকাতা পুলিশ। মধ্য কলকাতার তালতলা থানায় সিপিআই (এম) এর পশ্চিমবঙ্গ ইউনিটের সম্পাদক মোঃ সেলিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরেশ রাওয়ালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। 
তিনি বলেন, 'রাওয়ালকে ১২ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে তালতলা থানায় তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হতে বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪১এ ধারায় সমন নোটিশ পাঠানো হয়েছে। এই আইনে পুলিশের কোন ব্যক্তিকে তলব করার ক্ষমতা  আছে যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা একটি যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে যে তিনি একটি কগনিজেবল অপরাধ করেছেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad