Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

কলম্বিয়ায় ভূমিধসে ৩৩ জন নিহত

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ কলম্বিয়ার পেরেইরা-কুইবদো মহাসড়কের পাশে ভূমিধসে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো প্রাদা। ক্যালি থেকে কনডোটোগামী যাত্রী বহনকারী একটি বাস, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল এই ভূমিধ্বসে চাপা পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। মোট নিহত ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে যাদের মধ্যে তিনজন নাবালকও রয়েছে। নয়জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
 আজ স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো প্রাদা বলেন, কলম্বিয়ার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট এবং পরিবহন মন্ত্রণালয়ের ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডিরেক্টরেটের পাশাপাশি পুলিশ বিভাগ ও সামরিক বাহিনীর কর্মীরা উদ্ধারের জন্য ছুটে আসেন। তিনি বলেন, প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মঙ্গলবারের মধ্যে রাজধানী বোগোতায় একটি জাতীয় ইউনিফাইড কমান্ড পোস্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন, যাতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সড়কপথের অবস্থা নির্ধারণ করা যায়। 
রিসারালদার গভর্নর ভিক্টর ম্যানুয়েল তামায়ো সাংবাদিকদের বলেন, যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটির অবস্থা খুবই খারাপ। ফলে জীবিতদের খুঁজে বের করতে এবং নিহতদের লাশ উদ্ধারের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad