No title

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কেরল পুলিশ গতকাল কোঝিকোড় বিমানবন্দরের বাইরে থেকে সোনা পাচারের অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে। কাসারগোদ জেলার বাসিন্দা শাহলা নামে ওই অভিযুক্ত দুবাই থেকে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। চোরাই সোনা নিয়ে দুবাইতে তিনি কাস্টমস চেক ফাঁকি দিয়ে বিমানে ওঠেন। এরপর, বিমান থেকে নেমে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগকেও তিনি ফাঁকি দিতে পেরেছিলেন।
যাইহোক, মালাপ্পুরমের পুলিশ সুপার (এসপি) সুচিথ দাসের নেতৃত্বে কেরালা পুলিশের একটি দল বিমানবন্দরের বাইরে শাহলার জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে তারা খবর পেয়েছিলেন সাহলা নামের এক যাত্রীর কাছে সোনা আছে। কাজেই বিমানবন্দরের বাইরে আসা মাত্র তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু সোনা কোথায়? তার লাগেজ পরীক্ষা করা হয়, সোনা পাওয়া যায় নি। শেষে, তার দেহ পরীক্ষা করতেই দেখা যায়, এক কোটি টাকা মূল্যের ১,৮৮৪ গ্রাম সোনা তার অন্তর্বাসে আটকে থাকা তিনটি প্যাকেটে পেস্ট আকারে লুকানো ছিল।
পুলিশ হেফাজতে, শাহলা প্রাথমিকভাবে অস্বীকার করেছিলেন যে তিনি সোনার ক্যারিয়ার। পুলিশ সূত্রে জানা গেছে,বিবাহিতা শাহলা গত সপ্তাহে তার স্বামীর সঙ্গে দেখা করতে এবং একটি সাক্ষাৎকারে অংশ নিতে দুবাই গিয়েছিলেন। তার এক 'বন্ধু' তাকে ওই সোনা দিয়েছিলেন এবং ক্যারিয়ার হওয়ার জন্য তাকে ৬০,০০০ টাকা দেওয়া হয়েছিল। এটি কোঝিকোড় বিমানবন্দরের বাইরে থেকে কেরালা পুলিশের হাতে ধরা পড়া ৮৭ তম সোনা পাচারের চেষ্টা ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad