নবসারির পুলিশ সুপার (এসপি) রুশিকেশ উপাধ্যায় জানিয়েছেন, ভেসমা গ্রামের কাছে একটি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। লাক্সারী বাসটি ভালসাদের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা এসইউভিটি এটিকে ধাক্কা মারে। এসইউভিতে নয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান।
ভয়াবহ এই দুর্ঘটনায় বাসচালক নবম ব্যক্তি ছিলেন। এসইউভিতে থাকা যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বর শহরের বাসিন্দা ছিলেন এবং ভালসাদ থেকে তাদের শহরে ফিরছিলেন। বিলাসবহুল বাসটি ভালসাদ যাচ্ছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অমিত শাহ বলেন, 'গুজরাটের নভসারিতে যে পথ দুর্ঘটনা ঘটেছে তা হৃদয়বিদারক। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা তাঁদের পরিবারকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর তাদের কষ্ট সহ্য করার শক্তি দিন। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসা দিচ্ছে এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছে।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে বলে জানা গেছে।