মধ্যপ্রদেশঃ প্রায় ৭৪ ঘন্টা কেটে গেলেও উদ্ধার করা যায়নি ৮ বছরের শিশুকে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশের একটি ৪০০ ফুট কুয়োতে পড়ে যাওয়া ৮ বছরের শিশু তন্ময়কে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটির সেই নিদারুণ অবস্থার কথা ভেবে রাত জাগছে গ্রামবাসীরা। অন্যদিকে উদ্ধারকারীরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিশুটিকে কীভাবে জীবিত অবস্থায় বের করে আনা হবে, সেটা নিয়েই। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত সাড়ে আটটা নাগাদ মধ্যপ্রদেশের বেতুল জেলার একটি গ্রামে খেলতে খেলতে একটি কূয়োতে পড়ে যায় ৬ বছরের একটি শিশু। এরপর, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়। এরপরে এঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। বেতুলের জেলা কালেক্টর অমনবীর সিং বেইনস জানিয়েছিলেন, শিশুটির গতিবিধির উপর নজর রাখার জন্য বোরওয়েলে একটি ক্যামেরা ঢোকানো হয়েছে। বোরওয়েলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং দুটি জেসিবি মেশিনের সাহায্যে বোরওয়েলের সমান্তরালে একটি সুড়ঙ্গ খনন করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছেন বেতুলের অতিরিক্ত জেলাশাসক শ্যামেন্দ্র জয়শয়াল। জানা গেছে শিশুটি ৫৫ ফুট নীচে আটকে আছে। এদিকে, পাথুরে মাটিতে গর্ত খুড়তেও সময় লাগছে। সময় যত গড়াচ্ছে, ততই ভেঙ্গে পড়ছেন, শিশুটির পরিবার। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ব্যক্তিগতভাবে পরিস্থিতর উপর নজর রাখছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad