পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ধুন্ধুমার’ পরিস্থিতি সামলাতে কেনা হচ্ছে বিপুল পরিমান টিয়ার গ্যাসের শেল

রজত রায় ও শম্পা দত্তঃ পঞ্চায়েত নির্বাচনের দেরী থাকলেও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ‘উত্তাপ’ বাড়ছে, তাতে চিন্তিত রাজ্যের পুলিশ প্রশাসন। রাজনৈতিকভাবে মোকাবিলা করার পাশাপাশি প্রশাসনকে সর্বদা সজাগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির মধ্যে ধুন্দুমার কান্ডের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তাই লাঠি ও টিয়ার গ্যাস দিয়ে পরিস্থিতি মোকাবিলার কথা বলা হয়েছে। কারণ, অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর চেয়ে আগেভাগেই  পরিস্থিতি  নিজেদের অনুকূলে রাখতে চাইছে প্রশাসন। আর সেই কারণেই রাজ্য পুলিশের তরফে ৫৫ হাজার টিয়ার গ্যাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে এবং এই ৫৫ হাজার টিয়ার গ্যাসের সেল কেনার জন্য যে অর্থের প্রয়োজন, তার রাদ্দও হয়ে গেছে। 
দেখা গেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে, উত্তরবঙ্গের তুলনায়, দক্ষিণবঙ্গে পুলিশের উপর হামলার ঘটনা বেড়ে গেছে। জানা গেছে, দক্ষিণবঙ্গের ৮টি জেলায় সপ্তাহে অন্তত একটি করে ‘ল অ্যান্ড অর্ডার’ ডিউটি করতে হচ্ছে পুলিশকে। প্রতিটি জায়গায় গড়ে ১০ থেকে ১৫ রাউন্ড টিয়ার গ্যাসের সেল ব্যবহার করতে হয়েছে পুলিশকে। ফলে,রাজ্যের প্রতিটি জেলায় টিয়ার গ্যাসের পরিমান বাড়াতে বাড়তি টিয়ার গ্যাসের সেল চাইছ পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad