বেতুলের জেলা কালেক্টর অমনবীর সিং বেইনস জানিয়েছেন, শিশুটির গতিবিধির উপর নজর রাখার জন্য বোরওয়েলে একটি ক্যামেরা ঢোকানো হয়েছে। বোরওয়েলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং দুটি জেসিবি মেশিনের সাহায্যে বোরওয়েলের সমান্তরালে একটি সুড়ঙ্গ খনন করা হচ্ছে। জেলা কালেক্টর ছাড়াও, এসপি সিমলা প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ব্যক্তিগতভাবে পরিস্থিতর উপর নজর রাখছেন এবং কালেক্টরের কাছ থেকে খবর নিচ্ছেন।
মধ্যপ্রদেশঃকূয়োতে পড়ে গেল ৬ বছরের শিশু, চলছে উদ্ধার কাজ
12/07/2022 11:03:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল রাত সাড়ে আটটা নাগাদ মধ্যপ্রদেশের বেতুল জেলার একটি গ্রামে একটি কূয়োতে পড়ে যায় ৬ বছরের একটি শিশু। এরপর, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়। এরপরে এঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। উদ্ধাকার্য চলছে বলে জানা গেছে।