ওড়িশাঃ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই মহিলা মাওবাদী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল ফুলবনির গোছাপাড়া এলাকায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন দুই মহিলা মাওবাদী। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কান্ধামাল জেলা পুলিশ মাতাকুপা রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি অভিযান শুরু করে। কান্ধামালের গোছাপাদা থানা সীমা এবং বৌধের কান্তামাল থানা সীমান্তে মাওবাদী ও এসওজি দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 
পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ইউনিফর্ম পরিহিত মহিলা মাওবাদী ক্যাডারদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, ১১টি গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। আটকের পর সন্দেহ করা হচ্ছে, মাওবাদীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। আটকের পর সন্দেহ করা হচ্ছে, মাওবাদীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। 
 পুলিশের ডিজি সুনীল বনশল বলেন, 'আমরা সফলভাবে দুই জন মহিলা ক্যাডারকে নিষ্ক্রিয় করেছি। আমরা দুটি মৃতদেহ ও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি উন্নতমানের রাইফেল পাওয়া গেছে।" ডিজি আরও জানান, 'মৃতদেহগুলি সনাক্ত করার প্রক্রিয়া চলছে।' তিনি আরও বলেন, "মনে হচ্ছে, নওই মহিলা মাওবাদীরা শীর্ষ পদে অধিষ্ঠিত ছিল।' এনকাউন্টারের পর ওই এলাকায় চিরুনি তল্লাশি জোরদার করা হয়েছে। 
 উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর বালাঙ্গিরের গন্ধমর্দন পর্বতে নিরাপত্তা বাহিনী দুই মহিলা মাওবাদীকে নিষ্ক্রিয় করে দেয়। মাওবাদীদের প্রত্যেকের মাথার জন্য ৪ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং তারা ছত্তীসগঢ়ের বাসিন্দা ছিল। গত তিন মাসে মোট পাঁচজন মহিলা ক্যাডারকে গুলি করে হত্যা করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad