আর সেই ট্রেনের উদ্বোধনে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রী আগামিকাল নির্ধারিত সময়ের আধ ঘন্টা পরে পৌঁছাবেন। কারণ তার সফরসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ১০ টার পরিবর্তে ১০ টা ৩০ মিনিটে দমদম বিমানবন্দরে নামবেন মোদী।
অন্যদিকে, আগামিকাল সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়া স্টেশন থেকে বের হয়ে দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর, শুক্রবার দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বুন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকতে পারেন।
দুপুর দুটো থেকে ২.৪৫ মিনিটের মধ্যে মধ্যাহ্ন ভোজ সারবেন মোদি। এরপর দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।