কর্ণাটকের এক রাজনৈতিক নেতার ফার্মহাউসে পাওয়া গেল কালো হরিণ, স্পটেড হরিণ, বুনো শুয়োর ইত্যাদি, উদ্ধার করলো বন আধিকারিকরা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কর্ণাটকের এক রাজনৈতিক নেতার ফার্মহাউসে পাওয়া গেল কালো হরিণ, স্পটেড হরিণ, বুনো শুয়োর, শিয়াল সহ আরো কিছু বন্যপ্রাণী। রাজ্যের বন বিভাগ বেশ কয়েকটি বন্য প্রাণীকে উদ্ধার করেছে। এদের খাঁচাবন্দি করে ফার্মহাউসে পোষা প্রাণী হিসাবে রাখা হয়েছিল। ওই ফার্ম হাউসটি একজন প্রবীণ রাজনীতিবিদের বলে অভিযোগ। বনদপ্তরের একজন আধিকারিক আজ জানান, দাভাঙ্গেরের আনকোন্ডায় একটি রাইস মিলের পেছনের ফার্মহাউসে ১১টি কৃষ্ণসার হরিণ, আটটি হরিণ, সাতটি বুনো শুয়োর, তিনটি মঙ্গোজ ও দুটি শিয়াল পাওয়া গেছে। আমরা চারজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি এবং এই মামলার তদন্তের জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়েছি।"জানা গেছে, জমির মালিক এবং যারা এই অপরাধ করেছে, তাদের সবাইকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad