Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

পাকিস্তানের কাছে সেনাবাহিনী সম্পর্কে তথ্য পাঠানোর জন্য শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে

রায়া গুপ্তা, শিলিগুড়িঃ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স গুপ্তচরবৃত্তির অভিযোগে আজ সকালে বাংলার শিলিগুড়ি থেকে বিহারের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম গুড্ডু কুমার। তিনি বিহারের পূর্ব চম্পারণের বাসিন্দা, বর্তমানে শিলিগুড়ির ভরতনগরে থাকতেন। নিউ জলপাইগুড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত গুড্ডু কুমার বিহারের অংকের শিক্ষক ছিলেন। এখানে এসে টোটো চালাতেন। 
অভিযোগ, তিনি পাকিস্তানের চরের কাজ করতেন। এর বিনিময় পাকিস্তান থেকে টাকা পেতেন। প্রসঙ্গত, ছয় মাস আগে কালিম্পং থেকে পাকিস্তানি চর সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে এই ব্যক্তির কোনও যোগাযোগ আছে কী না তা তদন্ত শুরু হয়েছে। এসটিএফের মতে, গুড্ডু কুমার বেশ কিছুদিন ধরে পাকিস্তানে এজেন্টদের ইমেলের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছিলেন, যা দেশের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক। গুড্ডু কুমারের বিরুদ্ধে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ১৪ দিনের জেল হেপাজতে নেওয়া হয়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad