কাশ্মীরের শোপিয়ানে ৩ লস্কর-ই-তৈবা সন্ত্রাসী নিহত

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে লস্কর-ই-তৈবার (এলইটি) তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে আজ এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, "যে তিন জন স্থানীয় সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে দু'জন শোপিয়ানের লতিফ লোন নামে পরিচিত। তিনি এক কাশ্মীরি পণ্ডিত পুরানা কৃষ্ণ ভাটকে হত্যায় জড়িত। অন্যজন,অনন্তনাগের উমর নাজির, নেপালের টিল বাহাদুর থাপা হত্যার সঙ্গে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল মুঞ্জ মার্গ এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর এই এনকাউন্টার শুরু হয়। এলাকাটি ঘিরে ফেলার পরে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। এদের কাছ থেকে ১টি একে ৪৭ রাইফেল ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি। মাঞ্জ মার্গ এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়, ১আরআর, ১৭৮ জন সিআরপিএফ এবং অন্যান্যরা কাজ করছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad