সুপ্রীম কোর্টে শ্রীশ্রী অনুকুলচন্দ্রকে 'ঈশ্বর' হিসাবে ঘোষণা করার আবেদন খারিজঃ আবেদনকারীকে লক্ষ টাকা জরিমানা

অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ সুপ্রিম কোর্ট একজন আধ্যাত্মিক নেতাকে 'পরমাত্মা' হিসাবে ঘোষণা করার জন্য একটি আবেদন গ্রহণ করতে অস্বীকার করে জানিয়েছে ভারতের প্রত্যেকেই তাদের নিজস্ব ঈশ্বরকে বেছে নেওয়ার জন্য স্বাধীন। এই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ তাদের আদেশে বলেছেন, "ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আবেদনকারীকে প্রার্থনা করার অনুমতি দেওয়া যায় না যে ভারতের নাগরিকরা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রকে পরমাত্মা হিসাবে গ্রহণ করতে পারে। 
পাশাপাশি, সুপ্রিম কোর্ট আবেদনকারী উপেন্দ্র নাথ দলাইকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে এবং এই পিটিশনকে একটি "জনস্বার্থ মামলা" হিসাবে বিবেচনা করেছে। দলাইকে চার সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে, ব্যর্থ হলে তাকে অবমাননার বিচারের মুখোমুখি হতে হবে। দলাই বেঞ্চের কাছে আবেদন করেছিলেন যে তিনি চান শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রকে 'পরমাত্মা' হিসাবে ঘোষণা করা হোক। তিনি ভারতের সমস্ত নাগরিকের সর্বোচ্চ দেবতা। 
ওই ব্যক্তির অনুরোধে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, 'আপনি চাইলে তাঁকে পরমাত্মা হিসেবে বিবেচনা করতে পারেন। কেন এটি অন্যের উপর চাপিয়ে দেওয়া হবে? আমরা এখানে আপনার বক্তৃতা শুনতে আসিনি। আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ"।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad