১ জানুয়ারি থেকে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে সেবায়েত, ভক্ত ও কর্মীদের স্মার্টফোন নিয়ে যাওয়া নিষেধ

নারায়ণ পট্টনায়ক, পুরীঃ শ্রীজগন্নাথ মন্দিরের ছত্তিসা নিজোগ বুধবার মন্দিরের অভ্যন্তরে স্মার্টফোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে, ভক্তদের গোপনে ছবি, ভিডিও তোলা এবং ইউটিউবে তা আপলোড করার ঘটনা বার বার প্রকাশ্যে আসার পর এ ধরণের কড়া সিদ্ধান্ত নিল কমিটি। 
এর আগে, শ্রী জজ্ঞনাথ মন্দিরের গর্ভগৃহের ছবি তুলে তা ফেসবুকে শেয়ার করার জন্য এক বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুরী পুলিশ। ঠিক তারপরেই কলকাতার এক ইউটিউবারের বিরুদ্ধেও মামলা করতে হয়। ওই ইউটিউবার, ড্রোনের সাহাজ্যে শ্রীমন্দিরের এরিয়াল ভিউ তুলেছিলেন। উল্লেখ্য, এ২০১৭ সালে মন্দিরে সেলফোন এবং ক্যামেরা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 

শ্রীমন্দিরের প্রধান প্রশাসক বীর বিক্রম যাদব জানিয়েছেন, এবার ভক্ত এবং নিরাপত্তা কর্মী ছাড়াও, সেবায়েতদেরও মন্দিরের ভিতরে স্মার্টফোন বহন করতে দেওয়া হবে না। শুধুমাত্র জগন্নাথ মন্দির পুলিশ (জেটিপি) এর কমান্ডার অফিসিয়াল যোগাযোগের জন্য একটি স্মার্টফোন ব্যবহার করতে পারেন। সেবায়েতদের প্রচলিত কীপ্যাড ফোন নিয়ে শ্রীমন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মন্দির ব্যবস্থাপনা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হবে।
নিজস্ব চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad