এর আগে, শ্রী জজ্ঞনাথ মন্দিরের গর্ভগৃহের ছবি তুলে তা ফেসবুকে শেয়ার করার জন্য এক বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুরী পুলিশ। ঠিক তারপরেই কলকাতার এক ইউটিউবারের বিরুদ্ধেও মামলা করতে হয়। ওই ইউটিউবার, ড্রোনের সাহাজ্যে শ্রীমন্দিরের এরিয়াল ভিউ তুলেছিলেন।
উল্লেখ্য, এ২০১৭ সালে মন্দিরে সেলফোন এবং ক্যামেরা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
শ্রীমন্দিরের প্রধান প্রশাসক বীর বিক্রম যাদব জানিয়েছেন, এবার ভক্ত এবং নিরাপত্তা কর্মী ছাড়াও, সেবায়েতদেরও মন্দিরের ভিতরে স্মার্টফোন বহন করতে দেওয়া হবে না।
শুধুমাত্র জগন্নাথ মন্দির পুলিশ (জেটিপি) এর কমান্ডার অফিসিয়াল যোগাযোগের জন্য একটি স্মার্টফোন ব্যবহার করতে পারেন। সেবায়েতদের প্রচলিত কীপ্যাড ফোন নিয়ে শ্রীমন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মন্দির ব্যবস্থাপনা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হবে।
নিজস্ব চিত্র