তামিলনাড়ু: কুড্ডালোরে গাড়ি দুর্পঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু
1/03/2023 01:26:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ ভোরে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ত্রিচি-চেন্নাই জাতীয় মহাসড়কে ছ'টি স্গাড়ির সংঘর্ষে একি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সংঘর্ষে পড়ে দুটি বেসরকারী বাস, দুটি লরি এবং দুটি গাড়ি। পরিবারের মৃত সদস্যরা, যাদের পরিচয় এখনও জানা যায়নি, তারা একটি গাড়িতে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গাড়ি থেকে ভেপ্পুর ফায়ারম্যান দলের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছিল এবং ময়নাতদন্তের জন্য সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, "মৃতের পরিচয় পাওয়া যায়নি। তবে গাড়ির আরসি বুক অনুযায়ী, গাড়িটি চেন্নাইয়ের নাঙ্গানাল্লুরের ছিল। এ বিষয়ে আরও তদন্ত চলছে'।
জানা গেছে, ভেপ্পুরের কাছে দ্রুতগতিতে যাওয়ার সময় ওই গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঠিক তখনই,অন্য একটি ট্রাক পিছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্যের মৃত্যু হয়। পরিবারের পাঁচ জনের মধ্যে দুজন মহিলা ও দুই শিশু রয়েছে। ঘটনাটি ঘটেছে এমন একটি জায়গায় যেখানে সেতু নির্মাণের কাজ চলছিল। ফলে যাত্রীদের অনেক কম গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। কুড্ডালোরের এসপি সাকথি গণেশন বর্তমানে দুর্ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন।