মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন ব্যক্তির মৃতদেহ এবং আহত ব্যক্তিদের ছবি/ভিডিও দেখায়, যাদের শরীর থেকে রক্ত ঝরছে, নারী, শিশু ও বৃদ্ধসহ লোকজনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, তাদের নির্মমভাবে পেটানো হচ্ছে।  একটি শিশু একজন শিক্ষকের দ্বারা প্রহৃত হচ্ছে, ক্রমাগত কান্নাকাটি এবং চিৎকার করছে। সেগুলো  বেশ কয়েক মিনিট ধরে বারবার দেখানো হচ্ছে। ভিডিও গুলি ঝাপসা  না করে বা  ক্লোজ শটে সেগুলি দেখানো হচ্ছে। ফলে, অনেকের কাছেই এই দৃশ্যগুলি ভয়ানক লাগে। 
দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া হচ্ছে এবং সম্পাদকীয় সম্পাদনা ও পরিবর্তন ছাড়াই সম্প্রচার করা হচ্ছে। 
এ ধরনের ঘটনা রিপোর্ট করার  পদ্ধতির কথা তুলে ধরার পাশাপাশি পরামর্শে বলা হয়, এগুলো শিশুদের ওপর বিরূপ মানসিক প্রভাবও ফেলতে পারে। এটি গোপনীয়তার অধিকারকেও লঙ্ঘন করে বলে জানানো হয়েছে যা মানহানিকর হতে পারে।

 
 Posts
Posts
 
 
 
 
 
 
 
 
