Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

ক্ষণিকের পরিচয় থেকে প্রেম, সেটাই যেন কাল হলো কিশোরীর

বিশ্বজিৎ মন্ডল, ভয়েস ৯,ঢাকাঃ মোবাইল ফোনে প্রেমের সম্পর্কই যেন কাল হলো নবম শ্রেণির এক কিশোরীর। প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছে কিশোরীটি। তার অভিযোগ, থার্টি ফাস্ট উপলক্ষে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে প্রেমিক তাকে ধর্ষণ করে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত দুই জনকে আটক করেছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বিশ্বম্বরর্দী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- শামীম ফকির ওরফে হাসান (২৪) ও ইয়াসি মোল্লা ওরফে রাব্বি (১৫)। তারা রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, এক মাস আগে ওই কিশোরীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে শামীম পরিচয় হয়। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরে শনিবার বিকেলে থার্টি ফার্স্ট উপলক্ষে কিশোরীকে দেখা করার কথা বলে শামীম। পরে দেখা করতে এলে রাজৈর উপজেলার সাখারপাড় ব্রিজ সংলগ্ন জঙ্গলে নিয়ে শামীম ধর্ষণ করে। সে সময় শামীমের সঙ্গে বন্ধু ইয়াসিন নামে এক কিশোরও ছিল। মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের স্বজনরা মেয়েটিকে রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, আকটদের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে গেলে কিশোরী তাদের সনাক্ত করেছে। হাসপাতালে গিয়ে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad