রাজৌরিতে সন্ত্রাসবাদীদের মজুত করা বিস্ফোরকে বিষ্ফোরণ, নিহত ২ শিশু
1/02/2023 02:36:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সীমান্তবর্তী শহর রাজৌরিতে সন্ত্রাসবাদীদের লাগানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হওয়ার ফলে দুই শিশু নিহত ও দুই মহিলাসহ পাঁচজন আহত হয়। গতকাল রাতে তারা যে বাড়িগুলিকে টার্গেট করেছিল তার মধ্যে একটি বাড়িতে ওই আইইডি আজ ভোরে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালকের, অপরজন গুরুতর আহত শিশুর মৃত্যু হয় হাসপাতালে। অন্যদিকে,রবিবার রাতে রাজৌরির ডুংরি এলাকায় একটি মন্দিরের কাছে তিনটি বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা হামলা চালালে ৪ জনের মৃত্যু হয়। জম্মুর অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, গতকাল রাতে যে বাড়িতে প্রথম গুলি চালানোর ঘটনা ঘটে, তার কাছেই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছেন ৫ জন। আরও একটি আইইডি চিহ্নিত করা হয়েছে এবং সেটি নিষ্ক্রিয় করা হচ্ছে।
এডিজিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজি সিআরপিএফ-এর সাথে, পরিস্থিতি এবং সন্ত্রাস-বিরোধী অভিযান তদারকি করার জন্য একটি হেলিকপ্টারে করে রাজৌরিতে উড়ে গেছেন। এই ঘটনাগুলি সীমান্তের জেলায় উত্তেজনা সৃষ্টি করেছে।