Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

বড় বোন, ও ছোট ভাইকে খুন করে আত্মঘাতী হলেন চিত্র-শিল্পী শিক্ষক

ভয়েস ৯, কলকাতা ব্যুরোঃ কলকাতার এক চিত্র শিল্পী ও বেসরকারি বিদ্যালয়ের শিল্পকলা শিক্ষক তার ছোট ভাই ও বড় বোনকে খুন করার পর স্থানীয় একটি পুকুরে ডুবে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।জ্ঞহটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রিয়নাথ গুহ রোড এলাকায়। স্থানীয় বাসিন্দারা হাউজিং সোসাইটি সংলগ্ন একটি পুকুরে সজল চৌধুরী নামে ওই শিক্ষকের মৃতদেহ দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দেন। 
জানা গেছে, আত্মঘাতী শিক্ষক ওই হাউসিং সোসাইটিতেই থাকতেন। শিল্পী হিসেবে স্থানীয় মানুষের কাছে পরিচিত ছিলেন। ড্রয়িং টিউশনও করতেন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিল, পুলিশ পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের পর হাউজিং সোসাইটিতে তার ঘরে যায়। সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করে কোনও উত্তর না পেয়ে, পুলিশ দরজা ভাঙে। দেখা যায়, ঘরে সজল চৌধুরীর বড় বোন রাণু চৌধুরী এবং ছোট ভাই বিমল চৌধুরীর মৃতদেহ পড়ে আছে। দুজনেই মৃত। 
স্থানীয় লোকেরা পুলিশকে জানায় যে তারা সবাই অবিবাহিত, এই আবাসনে একসাথে বসবাস করত। তদন্তকারী পুলিশের সন্দেহ, বাকি দু'জনকে খুন করার পর জলে ডুবে আত্মহত্যা করেছেন সজল চৌধুরী। 
স্থানীয় লোকজন পুলিশকে আরও জানায় যে, নিহতের বড় ভাই কাজল চৌধুরীও ছিলেন। তিনি তাদের সঙ্গে থাকেন না। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনা মৃত ব্যক্তিদের প্রতিবেশীদের পুরোপুরি হতবাক করে দিয়েছে, কারণ তারা সকলেই এলাকায় অত্যন্ত ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তাদের মতে, মৃত ব্যক্তিদের মধ্যে কেউই পরিবারের কোনও সমস্যা সম্পর্কে অভিযোগ করেননি।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad