“বই পড়, জীবন গড়’: আজ ৩৬ তম হুগলি জেলা গ্রন্থমেলা উদ্বোধন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধিঃ “ইন্টারনেটের যুগে বই পড়ার আগ্রহ শহরে ও গ্রামে কমে গেছে, লাইব্রেরীতে যাওয়া পাঠকদের সংখ্যাও কমছে, অথচ, বই পড়ার প্রয়োজন আজও ফুরিয়ে যায়নি, তাই ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ায় আগ্রহ বাড়াতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাই বলেছেন – বই পড়ো, জীবন গড়। তার এই স্লোগানকে জীবনে প্রতিষ্ঠিত করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আজ বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে ৩৬ তম হুগলি জেলা গ্রন্থ মেলা ২০২২-২৩, উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত।
বই এর বিকল্প একমাত্র বইই। আর অডিও-ভিডিও তে জ্ঞান বাড়ানোর পাশাপাশি বই পড়তেই হবে- বিধায়ক তপন দাশগুপ্ত আজ এভাবেই বই ভাবনাকে ছড়িয়ে দিলেন হুগলি গ্রন্থমেলা প্রাঙ্গনে।
 তিনি বলেন, “গল্পের বই, সাহিত্যের বই এর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, বিক্রি বাড়ছে জ্ঞান বাড়ানোর বই।“ তিনি ছাত্র-ছাত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানান, একটা করে অন্ততঃ বই কিনুন। এটা আপনার সম্পদ হয়ে থাকবে। 
 এদিন গ্রন্থমেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্যরা।
উল্লেখ্য, হুগলি জেলা গ্রন্থ মেলা এবার পা রেখেছে ৩৬ বছরে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে বইমেলার আয়োজন বইপ্রেমীদের যোগাচ্ছে বাড়তি অক্সিজেন। একইসঙ্গে বই এর সঙ্গে পাঠকদের সম্পর্ক আরো নিবিড় হচ্ছে।
ইন্টারনেট ডিজিটাল বই ও নানা ধরণের সোস্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের একটা বিরাট অংশ মজে থাকায়, এমনিতেই ফিজিক্যাল বুকের বিক্রির সংখ্যা প্রায় তলানিতে ঠেকেছে, কিন্তু জেলায় জেলায় ও নানা শহরে বইমেলার আয়োজন হওয়ায় নতুন প্রজন্মকে কিছুটা বইমুখী করা যাবে, বলে অনেকে মনে করছেন। এইরকম পরিস্থিতে, হুগলি জেলা যে ৩৫ টা বছর পার করেছে, তা থেকে বোঝা যায়, এখনো বইমেলার প্রয়োজন ফুরিয়ে যায়নি।


বরঞ্চ, এইরকম মেলা আবার বই পড়ার নেশার জন্ম দিতে পারে বলে অনেকের অভিমত। হুগলি জেলা গ্রন্থমেলা নিয়ে এর আগে বাঁশবেড়িয়া পৌরসভা হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এবারের জেলা গ্রন্থমেলার আঙ্গিক হল স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। 
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad