১০ ফেব্রুয়ারী থেকে কল্যাণী মাঝেরচরে শুরু হচ্ছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী ‘বঙ্গ কুম্ভ মেলা’

নিজস্ব প্রতিনিধিঃ বিগত ৭০০ বছরের ঐতিহ্যবাহী বঙ্গ কুম্ভ মেলা শুরু হতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারী। চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। বঙ্গ কুম্ভ মেলা পরিষদের পক্ষে সভাপতি মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ (শ্রী পঞ্চনামদাস জুনা আখড়া) জানিয়েছেন, দীর্ঘ ৭০০ বছরের এই ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় থাকছে শাহীস্নান। গঙ্গা-আরতি ও বিশ্বশান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে।
পরিষদ সূত্রে জানা গেছে, এবারের এই বঙ্গ কুম্ভ মেলায় যেমন দেশের নানা-প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূণ্যকামী মানুষজন আসছেন, তেমনই আসছেন নানাপ্রান্ত থেকে কয়েক হাজার সাধু-সন্ন্যাসী ও ২০০০ নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসীদের জন্য থাকছে ১০০ টি যজ্ঞকুন্ড। এছাড়া কুম্ভমেলায় নাগা সন্ন্যাসীদের একটি দিগম্বর শোভাযাত্রাও থাকছে। বঙ্গ কুম্ভমেলা স্থানে প্রতিদিন ধর্মসভা, সাধু ভান্ডারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। নদীয়ার কল্যাণীর গৌরাঙ্গ মহাপ্রভু মাঝের চর ঘাটে এই বঙ্গ কুম্ভের আয়োজন করা হয়েছে। সনাতন সংষ্কৃতি সংসদের সহযোগীতায় এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad