Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

কোচবিহার: রেললাইনে বসে আড্ডা মারার সময় ট্রেনের ধাক্কায় মৃত ৩ যুবক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ট্রেনের নীচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মারা গেলেন ৩ যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১১ টা নাগাদ দিনহাটা ২ ব্লকের কিশামত দশগ্রাম গ্রামপঞ্চায়েতের হোকদহ প্রথমখন্ড এলাকায়। জানা গেছে, রেললাইনে বসে গল্প করছিলেন তিন বন্ধু। 
তারা গল্পে এতটাই মগ্ন হয়েছিলেন যে বুঝতে পারেননি ওই লাইন দিয়ে তখন ছুটে আসছে শিলিগুড়ি- বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেন। যখন তাদের গায়ে ট্রেনের আলো পড়ল, তখন আর কিছু করার ছিল না। একইসঙ্গে ট্রেনের নীচে চাপা পড়ে প্রাণ গেল তাদের। 
মৃতরা হলেন কমলেশ বর্মন, দয়াল বর্মন ও রঞ্জিত বিশ্বাস। এরা সকলেই হোকদহ প্রথমখন্ড এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, বামনহাট গামী প্যাসেঞ্জার ট্রেন বামনহাটের দিকে চলে যাওয়ার পর রেললাইনে তাদের ছিন্নভিন্ন দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্থানীয় সাহেবগঞ্জ থানা ও রেলপুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad