ইতিহাস থেকে জানা যায়, সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা গৌতম বুদ্ধর স্মৃতিবিজড়িত বোধিবৃক্ষের চারাগাছ নিয়ে গিয়েছিলেন লঙ্কায়। সেই চারা থেকেই অজস্র চারাগাছ তৈরি করেন সিংহলী বৌদ্ধরা। শ্রীলঙ্কা থেকে আনা সেই পবিত্র বোধিবৃক্ষের চারাগাছ এই পার্কে রোপণ করেন শাস্ত্রী।
ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গতকাল বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটালেন।শ্রদ্ধা নিবেদন করলেন বোধিবৃক্ষে। তারপর বৃষ্টিভেজা বিকালে জমিয়ে খেলেন ঝাল ঝাল ফুচকা, লস্যি।
আর ভারতীয়দের কাছে অতিপ্রিয় এই ফুচকা বা গোলগাপ্পা খেয়ে তিনি বেশ খুশি। কিশিদা এবং মোদীর অভ্যর্থনায় পার্কের গেট গাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। নিরাপত্তায় ছিলেন ২০-৩০ জন পুলিশ আধিকারিক। দুই রাষ্ট্রনায়কের ভ্রমণের জন্য বিরাট হোর্ডিং লাগানো ছিল পার্কের গেটে।