বর্ধমানের বুদবুদ থেকে রেলের জাল টিকিট তৈরির অভিযোগে গ্রেফতার এক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ‘জাল’ এর কারবার এখন চারিদিকে। জাল ব্যাঙ্ক এফডি, জাল সার্টিফিকেট। আর সেই জালিয়াতদের হাতে পড়ে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। এবার রেল পুলিশের জালে ধরা পড়ল এক জালিয়াত। 
জানা গেছে, অনির্বাণ রায় নামে পশ্চিম বর্ধমানের বুদবুদের চাকতেতুল এলাকার এক বাসিন্দাকে অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে পানাগড় আরপিএফ গ্রেপ্তার করেছে। 
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি আইআরসিটিসির জাল আইডি তৈরি করে রেলের টিকিট বেআইনিভাবে বিক্রি করত। তার কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল ও বেশ কিছু পুরনো রেলের টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।
 আজ ধৃতকে আসানসোল জেলা আদালতে পাঠানো হবে। পানাগড় আর পিএফ পোস্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার জানিয়েছেন, রবিবার বুদবুদ থানা এলাকার মানকরের অভিযান চালিয়ে ওই ব্যবসায়ী অনির্বাণ রায়কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, দুর্গাপুরেও এরকম এক জাল টিকিট কারবারিকে গ্রেফতার করেছিল রেল পুলিশ। 
রেল পুলিশের কর্তারা জানিয়েছেন, এই ধরণের কোন খবর রেল পুলিশকে জানালে, তা দ্রুততার সঙ্গে গুরুত্ব দিয়ে দেখা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad