আজ রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি, চলবে বুধ-বৃহস্পতিবার পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, ভয়েস ৯,ঃ গতকালের পর, আজও রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে, দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা। আর এই রকম আবহাওয়া চলবে আগামি বুধ-বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। 
শহরে বৃষ্টি, বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আগামিকাল পর্যন্ত। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
আগামী ২৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বাকুড়া জেলার বিভিন্ন এলাকায় ব্যপক শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad