টেক্সাস থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হল পরীক্ষামূলক স্টারশিপ ‘স্পেসএক্স’

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হল পরীক্ষামূলক স্টারশিপ ‘স্পেসএক্স’। স্পেসএক্সের বিশাল নতুন রকেটে আগুন ধরে যায় এবং মেক্সিকো উপসাগরে সেটি ভেঙ্গে পড়ে। প্রায় ৪০০ ফুট (১২০ মিটার) স্টারশিপ রকেটটি মহাকাশের দূর দিগন্তে যাওয়ার জন্য চালু করার পরিকল্পনা করা হয়েছিল। 
তবে, এতে মানুষ বা স্যাটেলাইট কেউই ছিল না। রকেটটি লঞ্চ প্যাড থেকে উঠে ২৪ মাইল (৩৯ কিলোমিটার) উচ্চতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। দেখা যায়,৩৩ টি প্রধান ইঞ্জিনের মধ্যে কয়েকটি কাজ করছিল না। স্পেসএক্স এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কয়টি ইঞ্জিন চালু বা বন্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু, সেটা সম্ভব হয়নি।
উড্ডয়নের কয়েক মিনিট পরে, রকেটটি স্পেসশিপ থেকে আলাদা হওয়ার কথা ছিল, তবে তা ঘটেনি। উড্ডয়নের চার মিনিটের মধ্যে, হাওয়াই থেকে অদূরে প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়তে শুরু করে রকেটটি এবং বিষ্ফোরিত হয়ে উপসাগরে পড়ে যায়।
 এই উড্ডয়ন দেখতে বোকা চিকা বিচ লঞ্চ সাইট থেকে কয়েক মাইল দূরে অবস্থিত সাউথ প্যাড্রে আইল্যান্ড ছিল দর্শকদের ভিড়ে ঠাসা। যখন এটি উপরে উঠে গেল, জনতা চিৎকার করে উঠল: "গো বেবি, গো!” মাস্ক এক টুইটবার্তায় এটিকে "স্টারশিপের একটি উত্তেজনাপূর্ণ পরীক্ষামূলক উৎক্ষেপণ" বলে অভিহিত করেছেন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad