একইসঙ্গে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত হাজার খানেক পাঠককে, যারা নিয়মিত বাবাজী মহারাজের কথা পড়েন ‘ধর্মক্ষেত্র’ পাতায়।
সবাই আমাদের ধন্যবাদের পাত্র।
তা সত্বেও কিছু ব্যাক্তি, কিছু সাধু, কিছু ফেসবুক পেজকে ধন্যবাদ না জানিয়ে থাকা যায় না। যেমন, বাবাজী মহারাজের দুই সাধু শিষ্য স্বামী সদগুরুদাসজী, যার গ্রন্থ আমাকে অনেকটা সাহায্য করেছে, স্বামী রাধামাধবদাসজী, যার পাঠানো ছবি আমাদের লেখাকে সাপোর্ট করেছে।
ঘোষাল পরিবারের দুই ব্যক্তিত্ব – বাবাজীর শিষ্য স্বর্গীয় শিশির কুমার ঘোষাল ও তাপস কুমার ঘোষাল, যাদের লেখা ও সংগৃহিত তথ্য, আমাদের লেখাকে সমৃদ্ধ করেছে।
ধন্যবাদ জানাই মেমারীর অমিতাভ নায়েক, ধনঞ্জয়দাস কাঠিয়াবাবা স্মৃতি মন্দির ও আশ্রম, বাঁকুড়াকে।
এছাড়া, যারা প্রতিদিন বাবাজীর সমস্ত লেখা মন দিয়ে পড়েন, তাদের সকলকে জানাই ‘সংবাদ ভয়েস ৯’ এর পক্ষ থেকে শ্রদ্ধা।
দেখুন আজকের ভিডিও