সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনও মাদক ছাড়বে না এবং এটাও বলেছে, ‘নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম।
এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি।
নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকের হাত আছে উল্লেখ করে তিনি বলেন, নোবেল কখনোই এতো অসুস্থ ছিল না। এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী। অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে। যার মধ্যে রয়েছেন সরকারি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী।
সবশেষে নোবেলের স্ত্রীর বলেন, আগের ক্রিমিনাল রেকর্ড আপনারা নিউজে দেখেছেন অথবা এখনও দেখেননি, কিন্তু নোবেলের আশে পাশে তাদের অবশ্যই দেখেছেন এবং দেখে থাকবেন। তাদের মধ্যে কিছু শো অরগানাইজারও রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় নোবেল মঞ্চে গান গাইতে ওঠেন। পরে মঞ্চেই অসংলগ্ন আচরণ করতে শুরু করেন, যা দর্শকদের ক্ষুব্ধ করে তোলে। একপর্যায়ে ক্ষিপ্ত দর্শকরা তার দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজকরা নোবেলকে মঞ্চ থেকে সরিয়ে নেন।