গুজরাটঃ এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অবসর নেওয়ার ১০ বছর পর কারাবাসের সাজা এক পুলিশ-কর্মীর

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কবে ঘুষ নিয়েছিলেন ভুলেই গিয়েছিলেন জয়সুখ। বেশ সুখেই কাটছিল তার দিন। পুলিশের সার্কেল ইন্সপেক্টর হিসাবে অবসর নিয়েছেন, তাও ১০ বছর হয়ে গেছে। ভেবেছিলেন, এভাবেই কেটে যাবে জীবনের বাকি দিনগুলিও। কিন্তু, বিধাতার ইচ্ছা বোধহয় অন্য ছিল। তাই ২০০৪ সালে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি মামলার সাজা ঘোষণা হল। গুজরাটের রাজকোটের একটি বিশেষ আদালত সাজা ঘোষণা করলো। 
জানা গেছে, ২০০৪ সালে অর্জন খিমানিয়া নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ভাজদি নামে একটি গ্রামের এক জমিকে অকৃষি জমি হিসাবে দেখানোর পরামর্শ দিয়েছিলেন জয়সুখ ভরত। তিনি পুলিশে চাকরি করতেন। আর এর বিনিময়ে তিনি ১০০০ টাকা ঘুষ নেন। 
এ ব্যাপারে একটি মামলা দায়ের করাও হয়। অভিযোগ পেয়ে দুর্নীতি দমন শাখার সদস্য জয়সুখকে গ্রেপ্তার করেছিল। তারপর জয়সুখ ভরতকে দোষী সাব্যস্ত করা হয়। ইতিমধ্যে জয়সুখ কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। রায়ে জয়সুখের কারাবাসের পাশাপাশি ৪০০০ টাকা জরিমানাও হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad