Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

চিড়িয়াখানায় হায়েনার কামড়ে বিচ্ছিন্ন শিশুর হাত

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: রাজধানী ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আড়াই বছরের এক শিশুর হাত কামড়ে বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে হায়েনা। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোঃ রফিকুল ইসলাম তালুকদার।
 চিড়িয়াখানার পরিচালক জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় আসে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। পরিচালক আরও জানান, বাচ্চাটার মা-বাবা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল কিন্তু ছোট বাচ্চাটা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে পরে বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে হায়েনা। তিনি বলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তাদের নিরাপত্তাকর্মীরা বাচ্চাটাকে ভেটেনারি হাসপাতালে নিয়ে এলে দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে শিশুটির চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন করে চিন্তা-ভাবনা করবে বলেও জানান তিনি। <</

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad