২০২১ জনগণনা হবে ডিজিট্যালঃ প্রতিবাদে ভারত বন্ধের ডাক ২৫ মে

 


 

নতুন দিল্লিঃ কেন্দ্রিয়স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন ২০২২ এর জনগণনা হবে ecensus অর্থাৎ ডিজিটাল আদমসুমারি অর্থাৎ জনগণনা হবে ডিজিটালি। পরবর্তী জনগণনার পদ্ধতিই আগামী ২৫ বছরের নীতি নির্ধারণ করবে। অভিযোগ উঠেছে এই পদ্ধতিতে জাত ভিত্তিক গণনা বাদ পড়ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১ এপ্রিল ২০২১ জনগণনা এবং NPR সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা সংক্রমণ পরিস্থিতিতে NPR আপডেট এবং জনগণনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কোভিডের তৃতীয় ঢেউ কাটিয়ে এপ্রিল থেকে স্বাভাবিক হচ্ছে দেশের পরিস্থিতি। এবার বহুদিন ধরে বকেয়া থাকা জনগণনার কাজ সেরে ফেলতে চায় কেন্দ্র।

কেন্দ্রের এই নতুন পদ্ধতিতে জনগণনা নিয়ে আপত্তি জানিয়ে ২৫ মে ভারত বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন। তাদের দাবি, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়কে জনগণনায় অন্তর্ভূক্ত করতে হবে। এছাড়া, ভোটে ইভিএম বন্ধ সহ একাধিক দাবি তুলেছে এই সংগঠন।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad