কাশ্মীরে সন্ত্রাসী হামলা: টিভি অভিনেত্রী আমরীন ভাট নিহত, ১০ বছরের ভাইপো গুলিবিদ্ধ



জম্মুঃ সন্ত্রাসবাদীদের হামলায় আজ কাশ্মীর বিভাগের বুদগামে এক কাশ্মীরি অভিনেত্রী আমরীন ভাট নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই অভিনেত্রির ভাইপো। জানা গেছে, কাশ্মীরি টিভি অভিনেত্রীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। তার ১০ বছর বয়সী ভাইপোও গুলিবিদ্ধ হয়। গুলি লাগে তার হাতে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার সব প্রবেশ ও প্রস্থান গেট নিরাপত্তা বাহিনী বন্ধ করে দিয়েছে। হামলাকারীদের খোঁজে এলাকা ঘেরাও করে অভিযান চালানো হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, বুদগামের চাদুরায় আমরীন ভাটের বাড়িতে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন ওই অভিনেত্রী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটেছে যখন বলিউডে ফিরতে শুরু করেছে উপত্যকার প্রতি নতুন করে আকর্ষণ। ছবির শুটিংয়ের জন্য একসময় বলিউডের প্রথম পছন্দ ছিল কাশ্মীর। তারপর অশান্তির কারণে, উপত্যকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলিউডের প্রযোজক-পরিচাওলকরা। আবারও প্রযোজক-পরিচালকদের চোখ ইউরোপ থেকে আবার কাশ্মীর উপত্যকার দিকে। 

৩৭০ ধারা বাতিলের পরে পরিবেশের পরিবর্তন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং লেফটেন্যান্ট গভর্নর প্রশাসন কর্তৃক ঘোষিত প্রথম চলচ্চিত্র নীতির কারণে, অনেক প্রযোজক পরিচালক জম্মু ও কাশ্মীরে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য পৌঁছেছেন। চলচ্চিত্র নীতি ঘোষণার পর এক বছরেরও কম সময়ে ১২০টিরও বেশি চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতীয় এবং পাঞ্জাবি ছবিও রয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad