এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর ট্যুইটঃ বলিউড পরিচালক রামগোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের


মুম্বাইঃ এনডিএ-র রাষ্ট্রপতি  পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি বিতর্কিত ট্যুইটএর জন্য বলিউডের বিখ্যাত পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভার্মার বিরুদ্ধে আইটি আইন সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। হজরতগঞ্জ কোলওয়ালিতে এই মামলা দায়ের করেছেন মনোজ সিং।

বিজেপি নেতারা অভিযোগ করেছেন। দ্রৌপদী ও পাণ্ডবদের নিয়ে বিতর্কিত ট্যুইট করেছিলেন রাম গোপাল বর্মা। এই নিয়ে বিজেপির তরফে ক্ষোভ প্রকাশ করা হয়। বিতর্কিত ট্যুইটের জেরে আইনি জটিলতায়  জড়িয়ে পড়েন রাম গোপাল বর্মা। পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন বিজেপি নেতারা।
রঙ্গিলা' এবং 'সত্য'-এর মতো ছবি পরিচালনা করা রাম গোপাল বর্মা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে টুইট করেছিলেন। তিনি লিখেছেন, 'দ্রৌপদী যদি রাষ্ট্রপতি হন, তাহলে পাণ্ডবরা কারা? এবং তার চেয়েও বড় কথা, কৌরবরা কারা?" তাঁর টুইটের নিন্দা ও আপত্তি জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ঘটনা ছড়িয়ে পড়ার পর, বিজেপি নেতা গুডুর রেড্ডি এবং টি নন্দেশ্বর গৌড় হায়দ্রাবাদের আবিদস থানায় রাম গোপাল বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad