গুজরাতের বন্যা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ হচ্ছে

আমেদাবাদঃ একটানা দুদিন বৃষ্টির জেরে গুজরাতের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ইতিমধ্যেই ৭০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বছর এখনও পর্যন্ত গুজরাতে বৃষ্টি ও বন্যায় ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে গুজরাতের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে ফোনে কথা বলেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে যে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এনডিআরএফ-সহ সমস্ত প্রয়োজনীয় সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী পাঁচ দিনে দক্ষিণ গুজরাতের ডাং, নভসারি ও ভালসাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, ছোটা উদয়পুরের বোদেলি তালুকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। জানা গেছে, ছোটা উদয়পুর জেলায় লাগাতার ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে সেতুর একাংশ। যেখানে গুজরাতের তাপি জেলার পাঁচোল ও কুম্ভিয়া গ্রামের সংযোগকারী সেতুটি বৃষ্টির স্রোতে ভেসে গিয়েছে। একই সঙ্গে দক্ষিণ গুজরাতের বহু জায়গায় নদী বিপজ্জনক মাত্রা অতিক্রম করায় জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকা।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad