নিহত পাঞ্জাবি গায়ক মুসাওয়ালা হত্যাকাণ্ডে জড়িত তিন শার্প শ্যুটারকে অমৃতসরে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ নিহত পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালা হত্যাকাণ্ডে জড়িত তিন শার্প শ্যুটারকে অমৃতসরে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে। আত্তারি সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে। গ্রেপ্তারের আগে পুলিশ ও শুটারদের মধ্যা দূরহোশিয়ার নগরে ৩ ঘণ্টা ধরে এনকাউন্টার চলে। দু'দিক থেকে গুলি চলতে থাকে। এক গ্যাংস্টার একে-৪৭ দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করেছে পুলিশ। আহত হয়েছেন তিন পুলিশকর্মীও। ৩ গ্যাংস্টারের মধ্যে দু'জনের নাম মনপ্রীত মন্নু কুসা ও জগরূপ রূপা। তৃতীয় গ্যাংস্টারেরও পরিচয় পাওয়া যায়নি। নিহত গ্যাংস্টার কে তা এখনও জানা যায়নি। তাদের সবাই পাকিস্তানে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হয়েছিল এবং সেই কারণেই তারা সীমান্তের কাছাকাছি অবস্থান করেছিল। অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স ছাড়াও স্পেশাল অপারেশন সেল, অর্গানাইজড ক্রাইম কন্ট্রোল ইউনিট, অমৃতসর পুলিশ ২ কিলোমিটার এলাকা সিল করে দিয়েছে। পুলিশের সেরা শুটার ও কুইক রিঅ্যাকশন টিমও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পুলিশ জানিয়েছে, মিউজেওয়ালা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ওদের কাছেই রয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad