প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতসহ পাঁচটি দেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন

নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ভারতসহ পাঁচটি দেশে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে। একইসঙ্গে রাশিয়া অধিকৃত খেরসন ওব্লাস্টের গভর্নর হেনাদি লাহুতাকেও সরিয়ে দিয়েছেন।প্রেসিডেন্ট জেলেনস্কি রাষ্ট্রপতি ভ্যালোদিমির পিপলস পার্টির সার্ভেন্ট থেকে খেরসন ওব্লাস্টের আইনসভা সদস্য দিমিত্রিও বুটরিকে ভারপ্রাপ্ত গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে জারি করা এক আদেশে তিনি জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রে মেলনিককে বরখাস্ত করেছেন। এ ছাড়া হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতদেরও সরিয়ে দিয়েছেন তিনি। তবে শনিবার জারি করা ওই আদেশে এই পদক্ষেপের কারণ জানানো হয়নি। এই রাষ্ট্রদূতরা অন্য কোথাও পোস্টিং পাবেন কিনা তাও আদেশে উল্লেখ করা হয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad