লখনউ এর স্পা সেন্টারে মধুচক্রঃ গ্রেফতার ৫ তরুণী ও ৩ পুরুষ; উদ্ধার আপত্তিকর সামগ্রী - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Monday, July 04, 2022

লখনউ এর স্পা সেন্টারে মধুচক্রঃ গ্রেফতার ৫ তরুণী ও ৩ পুরুষ; উদ্ধার আপত্তিকর সামগ্রী

পুলিশ জানিয়েছে, স্পা সেন্টারের আয় বাড়াতে অপারেটর প্রদ্যুম্ন সিং একটি সোশ্যাল মিডিয়া গ্রুপও তৈরি করেছিলেন। যার মাধ্যমে তিনি এই চক্র পরিচালনা করতেন। এই গ্রুপে তিনি অনেক তরুণীর আপত্তিকর ছবিও রেখেছিলেন। সেই সঙ্গে গ্রুপে অশ্লীল মেসেজের মাধ্যমে চ্যাটিং করা হত।
লখনউঃ দীর্ঘদিন ধরে বিকাশনগর এলাকার আইকিউ টাওয়ারের একটি স্পা সেন্টারের আড়ালে চলছিল মধুচক্র। াপত্তি জানিয়ে কাজ না হওয়ায় শেষ্পর্যন্ত পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে, এসিপি মহানগর ও বিকাশনগর ইন্সপেক্টরের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করে। এর মধ্যে অপারেটরসহ পাঁচজন তরুণী ও তিনজন পুরুষ রয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিসিপি নর্থ কাসিম আবদি জানিয়েছেন, পুলিশ কন্ট্রোল রুমে খবর দিয়ে বলা হয়, টাটা মোটরসের আইকিউ টাওয়ার নামে একটি বাণিজ্যিক ভবন রয়েছে। এখানে রোজ ডি ইউনিসেক্স সেলুন নামে একটি স্পা সেন্টার রয়েছে। স্পা সেন্টারের আড়ালে চলছে মধুচক্র। এছাড়া, সেখানে সন্দেহজনক নানা ধরণের কাজকর্ম হত। খবর নিশ্চিত হওয়ার পর মহানগরের এসিপি জয়া শাণ্ডিল্য ও বিকাশনগরের ইন্সপেক্টর টিবি সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। ধৃত যুবকদের মধ্যে রয়েছেন উন্নাওয়ের বাসিন্দা প্রদ্যুম্ন সিং, স্পা সেন্টারের অপারেটর অশোক ও বারাবাঁকির গোলু। স্পা সেন্টারের ভিতর থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আপত্তিকর সামগ্রী। যা থেকে স্পষ্ট হয়ে যায়, দেহ-ব্যবসা চলে অনৈতিক ভাবে। পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। যেখানে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, স্পা সেন্টারের আয় বাড়াতে অপারেটর প্রদ্যুম্ন সিং একটি সোশ্যাল মিডিয়া গ্রুপও তৈরি করেছিলেন। যার মাধ্যমে তিনি এই চক্র পরিচালনা করতেন। এই গ্রুপে তিনি অনেক তরুণীর আপত্তিকর ছবিও রেখেছিলেন। সেই সঙ্গে গ্রুপে অশ্লীল মেসেজের মাধ্যমে চ্যাটিং করা হত। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই গ্রুপের গ্রাহকদের কাছ থেকে যুবতীদের কাছে ভিডিও কল করে অশ্লীল চ্যাটিং করাতো অভিযুক্তরা। বিনিময়ে প্রচুর অর্থ নিত। দলের সব সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। যাতে তাদেরও জিজ্ঞাসাবাদ করা যায়। স্পা সেন্টার পুলিশের তরফে জানানো হয়েছে, আইকিউ টাওয়ারের নীচেও একটি কোচিং সেন্টার চলে। যেখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে। পুলিশ যখন অভিযান চালায়, তখন ছাত্র-ছাত্রীরা নিচের কোচিং সেন্টারে পড়াশোনা করছিল।

No comments:

Post a Comment

Post Top Ad