মায়ানমারে প্রাক্তন আইনপ্রণেতা ও আরও তিন রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরঃ ৫০ বছরে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

ফাইল চিত্র - ফিয়ো জেয়া থাও। ১৯ আগস্ট, ২০১৫ তারিখে মিয়ানমারের নেপিতাউতে মায়ানমার পার্লামেন্টের সদস্য হন। বহিষ্কৃত নেত্রী অং সান সু চির দলের ৪১ বছর বয়সী প্রাক্তন সাংসদ ফিয়ো জেয়া থাও, যিনি মং কিয়াও নামেও পরিচিত, তাকে গত জানুয়ারিতে একটি বন্ধ সামরিক আদালত বিস্ফোরক, বোমা হামলা ও সন্ত্রাসবাদে অর্থায়নের অপরাধে দোষী সাব্যস্ত করে। (এপি ছবি, ফাইল)

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মায়ানমার প্রায় ৫০ বছরের মধ্যে তার প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করলো। একজন প্রাক্তন আইনপ্রণেতা, একজন গণতন্ত্র কর্মী এবং আরও দুই জন রাজনৈতিক বন্দীকে ফাঁসি দেওয়া হলো। এদের গত বছর টার্গেট কিলিং এর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। এবিসি নিউজ সূত্রে এ খবর জানা গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা করে বলেছেন, এই ঘটনা প্রমান করে মায়ানমারে মানবাধিকার পরিবেশের আরও অবনত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট বলেছেন, 'এটা এক নিষ্ঠুর ও পশ্চাৎপদ পদক্ষেপে, তিনি হতাশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad