মথুরাঃ মুদিয়া (গুরু) পূর্ণিমা মেলা ২০২২: মেলায় ভক্তদের ব্যাপক ভিড় হবে বলে আশা করছে প্রশাসন

মথুরাঃ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোবর্ধনে মেলা চলবে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত। বলা হয়েছে, ১০ জুলাই থেকে আরও বেশি সংখ্যায় ভক্তের ভিড় বাড়তে শুরু করবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুদিয়া পূর্ণিমায় গোবর্ধনের ২১ কিলোমিটার পরিক্রমা সম্পূর্ণ করবেন প্রায় ১ কোটি মানুষ। গুরু (মুদিয়া) পূর্ণিমার মেলা আবার ২ বছর পর উদযাপিত হচ্ছে। গোবর্ধন এলাকায় মুদিয়া পূর্ণিমা উপলক্ষে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত মেলার আয়োজন করেছে প্রশাসন। এই সময়ে গিরজ মহারাজের লক্ষ লক্ষ ভক্ত তাকে ২১ কিলোমিটার পর্যন্ত প্রদক্ষিণ করতে আসেন। এই অবস্থায় বিপুল জনসমাগম মেলায় এসে পুরনো সব রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে প্রশাসন। এ ব্যাপারে সবরকম প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাফিক বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে। মেলার জন্য সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে নির্দেশ দিচ্ছেন কর্তারা।
নিজস্ব চিত্রঃ এখানে ধ্রব তপস্যা করে ছিলেন। নারদ ঋষি মন্ত্র দিয়েছিলেন 

 দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন গুরু পূর্ণিমা মেলায়। মধ্যপ্রদেশ, রাজস্থান, বুন্দেলখন্ড, পূর্ব উত্তর প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাব থেকে প্রচুর সংখ্যক ভক্ত এখানে আসেন। দিল্লির দিক থেকে আসা লোকেরা বাসে বা ট্রেনে করে মথুরায় আসতে পারে এবং তারপরে এখান থেকে গোবর্ধন যেতে পারে। জানা গেছে, গোবর্ধনের জন্য বাসস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন থেকে রোডওয়েজ বাস পাওয়া যায়। ভরতপুর থেকে আগত ভক্তদের জাজমপট্টি মাগোরায় পৌঁছতে হবে। এখান থেকে ফেনখা হয়ে গোবর্ধনে পৌঁছাতে পারা যায়। একইভাবে, আলওয়ারের দিক থেকে আসা লোকদের ডিগ হয়ে গোবর্ধনে পৌঁছাতে হবে। এছাড়াও, আলওয়ার থেকে মথুরাগামী ট্রেনেও গোবর্ধনে পৌঁছতে পারা যায়।
নিজস্ব চিত্রঃ রাধাকুন্ড সিঁদুর
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad