মাফিয়াদের বাড়ি বাজেয়াপ্ত করল মথুরা পুলিশ, বাজেয়াপ্ত ১ কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি

মথুরাঃ উত্তরপ্রদেশ বলতে কি শুধু মাফিয়াদের স্বর্গরাজ্য? সম্প্রতি, মথুরা পুলিশের একটু অন্যরকম ভূমিকা, চিরস্থায়ী ধারণাটার উপর আঘাত হানলো। জানা গেছে, মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে মথুরা পুলিশ। মথুরার থানা শেরগড় পুলিশ দুই গ্যাংস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পুলিশ যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা। মথুরার শেরগড় থানার পুলিশ ঝাঙ্গাওয়ালি গ্রামের বাসিন্দা ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। ইউনূসের সংযুক্ত সম্পত্তির পরিমাণ ৭০ লাখ টাকা। ইউনূসের গ্রামে নির্মিত ২৯২ বর্গমিটারের একটি পাকা বাড়ি পুলিশ দখল নিয়েছে। ইউনুসের বিরুদ্ধে শেরগড় থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়া, ঝাঙ্গাওয়ালি গ্রামের বাসিন্দা অপরাধী সুভেদিনের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে। গ্রামে সুব্বার প্রাসাদোপম বাড়িটি দখলে নেয় পুলিশ। বাড়িটির মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। উত্তরপ্রদেশ গ্যাং ক্লোজার অ্যান্ড প্রিভেনশন অফ অ্যান্টিসোস্যাল এক্ট ১৯৮৬-এর ১৪(১) ধারায় সুব্বার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad