করোনা-কারণ, ২১ জুলাইয়ের সভা ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ২০২০ থেকে ২০২১ – এই ২ বছর করোনার কারণে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা প্রকাশ্যে হয়নি। সভার জন্য ভার্চুয়াল মাধ্যমকেই বেছে নিয়েছিলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই প্রস্তুতি ছিল তুঙ্গে। কারণ, করোনা সংক্রমণ বিগত মাসগুলিতে যথেষ্ট কমে যাওয়ায়। কিন্তু আচমকাই করোনা গ্রাফ উর্ধমুখী। আর এই উর্ধমুখী করোনাকে সামনে রেখে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। ফলে আবার তৈরি হলো আশংকা। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের প্রকাশ্য সমাবেশ হলে করোনার সংক্রমণ ফের বাড়তে পারে, এই আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীব কুমার মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক। তিনি দাবি করেছেন, করোনার সংক্রমণ যেভাবে লাগামছাড়াভাবে বাড়ছে, তাতে এই জনসভা ভার্চুয়ালি হওয়া ভালো। প্রকাশ্য সমাবেশ হলে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে পারে। আজ হাইকোর্টে এই মামলাটি দায়ের হয়। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। ওই চিকিৎসক তাঁর আবেদনে জানিয়েছেন, তৃণমূলের সভা ভার্চুয়ালি করা হোক। তা যদি সম্ভব না হয় তাহলে কোভিড বিধি মেনেই যেন সভা করা হয়। সেক্ষেত্রে প্রত্যেককে কোভিড মেনে সভায় আসতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ববিধি। যেখানে দলীয় কর্মীরা থাকবেন সেই জায়গা যেন স্যানিটাইজ করা হয়। যাঁরা আসবেন. তাঁদের কোভিডের টিকা নেওয়া হয়েছে কি না তাও নিশ্চিত করতে হবে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad