নকভির পদত্যাগের পর তাকে নিয়ে রাজধানীতে গুঞ্জন বাড়ছে - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Thursday, July 07, 2022

নকভির পদত্যাগের পর তাকে নিয়ে রাজধানীতে গুঞ্জন বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ মুখতার আব্বাস নকভির পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে আরসিপি সিংয়ের ইস্পাত মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। আমেঠি থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়ে সংসদে পৌঁছেছিলেন স্মৃতি ইরানি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে পদত্যাগ করেছিলেন নকভি। নকভি বুধবার তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকে অংশ নিয়েছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী মন্ত্রী হিসাবে নকভির অবদানের প্রশংসা করেছিলেন। এর সঙ্গে ইস্পাতমন্ত্রী আরসিপি সিং-ও গ্তকাল মন্ত্রিসভার শেষ বৈঠক করেন। আজ ৭ জুলাই এই দুই মন্ত্রীর রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। নাকভিকে এবার আর রাজ্যসভায় পাঠায়নি বিজেপি। মনে করা হচ্ছে, দল তাঁকে বড় দায়িত্ব দিতে পারে। রাজধানীতে গুঞ্জন, তবে কী তাকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী করা হবে? রাজ্যসভায় নকভির মেয়াদ শেষ হচ্ছে আজ এবং লক্ষণীয় বিষয় হলো সাম্প্রতিক উপ-নির্বাচনে তাঁকে টিকিটও দেয়নি বিজেপি। তবে কি, বিজেপি তাকে নিয়ে বড়ো কিছু ভাবনা ভাবছে? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদের দৌড়ে রয়েছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লা এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও।

No comments:

Post a Comment

Post Top Ad