১৪ দিন ধরে ভারত-চিন সীমান্তে অবস্থিত ড্যামিন সার্কেল এলাকা থেকে ১৯ শ্রমিক নিঁখোজ, ১ জনের মৃতদেহ উদ্ধার

প্রতিকী চিত্র 

  ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিগত ১৪ দিন ধরে নিঁখোজ শ্রমিকদের একজনের মৃতদেহ পাওয়া গেছে নিকটবর্তী একটি নদীতে। বাকিদের কোনো হদিশ নেই। জানা গেছে, অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় ড্যামিন সার্কেলের অধীনে হুরি এলাকায় সড়ক নির্মাণে এই শ্রমিকরা নিয়োজিত ছিল। জেলা প্রশাসক জানান, ভারত-চীন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে ভারত-চিন সীমান্তে অবস্থিত ড্যামিন সার্কেল এলাকা। এখানেই সড়ক নির্মাণের কাজ চলছে। কুরুং কুমে জেলার ডেপুটি কমিশনার আরও জানান, সড়ক প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে তারা নিখোঁজ শ্রমিকদের সম্পর্কে তথ্য পেয়েছেন। তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, এক পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা ঠিকাদার বেনজিয়া বাদোকে ঈদ উদযাপনের জন্য বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল। কিন্তু বাদো তাদের অনুমোদন না দেয়ায় তারা পায়ে হেঁটে পালিয়ে কুরুং কুমে জেলার ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। অরুণাচল টাইমসের খবর অনুযায়ী, ১৩ দিন আগে (৫ জুলাই) নিখোঁজ হন ওই শ্রমিকরা। তারা বর্ডার রোডস অর্গানাইজেশনের পক্ষ থেকে বিটি এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির হয়ে কাজ করছিলেন। কিন্তু ঈদে ছুটি না পাওয়ায় তাদের পালিয়ে যেতে হয়। ওই আধিকারিক জানিয়েছেন, এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন শ্রমিক। তিনি বলেন, নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে এবং কুমায়ুন নদীতে শ্রমিকের ডুবে যাওয়ার খবর নিশ্চিত করতে একটি উদ্ধারকারী দল পাঠানো হবে। কারণ, সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ক্লিপে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে, ১৬ জন শ্রমিকের দেহ ভাসছে। যদিও, কুরুং কুমে'র ডেপুটি কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটিকে 'গুজব' হিসেবে বর্ণনা করেছেন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad