বাংলাদেশঃ বাগেরহাটের লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রল হরিণের মৃত্যু

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাগেরহাটের সুন্দরবন থেকে লোকালয়ে আসা চিত্রল হরিণ উদ্ধারের ২০ ঘণ্টা পর বাগেরহাটের শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৮ জুলাই) সকালে মারা গেছে। বনসুরক্ষা বিষয়ক কমিটি সিপিজির টিম লিডার মোঃ শহিদুল ইসলাম সাচ্চু জানান, পথ ভুলে লোকালয়ে আসা হরিণটি রবিবার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় ধ্বস্তা-ধ্বস্তিতে এটি কিছুটা আহত হয়। উদ্ধারের পরেও চিকিৎসা দিয়েও হরিণটিকে বাঁচানো যায়নি। পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সিপিজি, ভিটিআরটি ও বনবিভাগের সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া হরিণটিকে রেঞ্জ অফিসে এনে মুক্ত করার সময় অসুস্থ দেখা যায়। পরে উপজেলা ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে রাতভর চিকিৎসা দেয়া হলেও হরিণটিকে বাঁচানো সম্ভব হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎিসক মোঃ সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করার সময় আতংকিত হয়ে হরিণটি দীর্ঘ সময় ছুটাছুটি করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে। হরিণটির শরীরেে অনেক জ্বর ছিল এবং বাম চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad