দক্ষিণ চিন সাগরের টাইফুনে জাহাজডুবির পর ১২ জনের মৃতদেহ উদ্ধার
7/04/2022 05:56:00 PM
0
নিউজ ডেস্কঃ শনিবার চিনের একটি জাহাজ ঝড়ে ডুবে যাওয়ার পর সোমবার উদ্ধারকর্মীরা ওই ডুবে যাওয়া জাহাজ থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। জানা গেছে, দুই ডজনেরও বেশি ক্রু সদস্য নিখোঁজ ছিলেন।
হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল (২৯৬ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমের দিকে এগোচ্ছিল ওই জাহাজটি। কয়েক দিন পরে খবর পাওয়া যায় জাহাজটি ঝড়ের কবলে পড়েছিল। সামুদ্রিক ঝড়ে সেটি দুটি টুকরো হয়ে যায়। গুয়াংডং সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র জানিয়েছে, "৪ জুলাই বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধারকারী বাহিনী ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। এগুলি ডুবে যাওয়া কর্মীদের বলে সন্দেহ করা হচ্ছে। এখন এদের পরিচয় নিশ্চিতকরণের কাজ চলছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-এর মতে, টাইফুনে এর নোঙ্গর চেইন ভেঙে যাওয়ার পরে মোট ৩০ জন ক্রু সদস্য জাহাজটি ছেড়ে চলে যায। শনিবার তিনজনকে এবং সোমবার ভোরে আরও একজনকে উদ্ধার করা হয়েছে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, ২৬ জন এখনও নিখোঁজ রয়েছে।