Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

অমরনাথ যাত্রা ২০২২ঃ দূর্ঘটনা ও হৃদরোগে এ পর্যন্ত ৫ জন যাত্রীর মৃত্যু, নিখোঁজ ১

শ্রীনগর: এ বছর অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ৪০,০০০ এরও বেশি ভক্ত দক্ষিণ কাশ্মীর হিমালয়ের পবিত্র গুহা মন্দিরে গিয়েছেন বলে আধিকারিকরা জানিয়েছেন। তারা জানিয়েছেন, বীরিন্দর গুপ্ত নামে এক তীর্থযাত্রী যাত্রার চন্দনওয়াড়ি-শেশনাগ রুট থেকে নিখোঁজ রয়েছেন। মৃত পাঁচজনের মধ্যে তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন: দিল্লির জয় প্রকাশ চন্দনওয়াড়িতে মারা গেছেন, বরেলির দেবেন্দ্র তায়াল (৫৩) লোয়ার গুহায় পড়ে যান এবং বিহারের লিপো শর্মা (৪০) কাজিগুন্দ ক্যাম্পে মারা যান। মহারাষ্ট্রের জগন্নাথ (৬১) পিসুটপে কিছু শারীরিক অসুস্থতার কারণে প্রাণ হারিয়েছেন এবং রাজস্থানের আরেক ব্যক্তি আশু সিং (৪৬) এমজি টপে একটি ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গেছেন। রবিবার সকাল ১০টা পর্যন্ত ৪০,২৩৩ জন তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দির পরিদর্শন করেন এবং প্রাকৃতিকভাবে গঠিত বরফ-শিবলিঙ্গমের 'দর্শন' করেন। ৩০ শে জুন থেকে শুরু হওয়া এই যাত্রাটি ১১ ই আগস্ট শেষ হবে, দুটি রুটের মধ্য দিয়ে যাবে - দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম রুট এবং মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনামার্গ পর্যটন রিসোর্টের বালতাল রুট।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad