বিহারঃ 'কুর্তা পাজামা' পরার ‘অপরাধে’ প্রধান শিক্ষক সাসপেন্ড, শো-কজ ও বেতন কাটার নির্দেশ

নিউজ ডেস্কঃ 'কুর্তা পাজামা' পরে স্কুলে আসার জন্য স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড। একইসঙ্গে তাকে শো-কজ করা হল ও তার বেতন কাটারো নির্দেশ দেওয়া হল। ঘটনাটি বিহারের লখিসরাই জেলার। জেলাশাসক সঞ্জয় কুমার সিং সরকারি নির্দেশে বালগুদারের প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখতে পান, প্রধান শিক্ষক নির্ভয় কুমার সিং কুর্তা পাজামা পরে এসেছেন। তিনি তাকে তিরস্কার করে বলেন তাকে শিক্ষকের পরিবর্তে একজন রাজনীতিবিদের মতো দেখতে লাগছে। ছড়িয়ে পড়া এক ভিডিওতে জেলাশাসক কে ওই শিক্ষকের পোশাক নিয়ে প্রশ্ন করতে শোনা যায় এবং বলতে শোনা যায়, 'আপনাকে কি একজন শিক্ষকের মতো দেখাচ্ছে? আপনাকে জনগণের প্রতিনিধির মতো মনে হচ্ছে"। গলায় তিনি গামছা দিয়েছেন কেন, সে ব্যাপারেও তিনি ওই প্রধান শিক্ষককে প্রশ্ন করেন। ওই 'গামছা'র বিষয়ে প্রধান শিক্ষক বলেন, যে গত ৩ দিন ধরে স্কুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তাই তিনি অত্যধিক ঘামের জন্য গামছা ব্যবহার করছেন।
জেলাশাসক স্কুলের পড়াশোনার ধরণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাস্থলেই শিক্ষা আধিকারিককে ফোন করে প্রধান শিক্ষকের সাসপেনশনের দাবি জানাচ্ছেন তিনি। স্কুলের প্রধান শিক্ষকের বেতন কাটা ও শো-কজ নোটিস দেওয়ার নির্দেশ দেন তিনি।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad